মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০১০

Introduction

Dheeu (Bengali word : ঢেউ) is the little magazine, edited by Bengali poet Shobuj Taposh from Chittagong (Prottayalir Prokashon), famous for sincerely holding Drishtantoism. For this, in Bangladesh, it has been branded as the literary journal that extremely supports neither  modernism  (Adhunikatabad) nor postmodernism.(Uttor Adhunikatabad).

Two Drishtantoist groups, have been active in Chittagong and Dhaka by the direct influence of the little magazine, are arguing that the Bengali literature have come in a new way. For showing the way, they all have taken part in Little magazine movement. The magazine is very attractive, because of presenting the scope of Drishtantoism.  ''দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে একঝাঁক তরুণের দীর্ঘশ্বাস ও ঘ্রাণে মুখরিত হয়ে আরো কিছু লিটল ম্যাগ প্রকাশিত হয়, মধ্যাহ্ন, পংক্তিমালা, কালধারা, চর্চা, মৃগয়া, ছাড়পত্র, অগ্রবীজ, চরাচর, পুষ্পকরথ, ধলেশ্বরী, অর্চনা, কাদামাটি, ইস্পাত, অন্তরীপ, জীবনানন্দ, পলিমাটি, আকর, চাষী, মঙ্গল সন্ধ্যা, দ্রষ্টব্য, সত্তা, অরুন্ধতী, রক্তবীজ, প্রান্ত, প্রেক্ষণ, প্রসূন, শ্রাবণের আড্ডা, শব্দসাঁকো, প্রবাহ, জলঘড়ি, অর্ক, দ্বিতীয় চিন্তা, দ্রাবিড়, বাতিঘর, ফলক, স্বাতন্ত্র্য, ঢেউ, উত্তর আধুনিক, উচক্র, মূলধারা, কথামৃত, দ্রোনাচার্য, পাঠক্রম, চোখ, আড্ডারু সমন্বয় ইত্যাদিউল্লেখিত পত্রিকার মধ্যে মধ্যাহ্ন, পুষ্পকরথ, চরাচর ও ঢেউ নিয়মিত প্রকাশিত হচ্ছে সমস্ত পত্রিকাও ধারণ করে তারুণ্যের চিন্তা এবং স্ট্যাবলিশমেন্ট বিরোধী আদর্শ'' (রিজোয়ান মাহমুদ /লিটল ম্যাগাজিন সাংস্কৃতিক বিপ্লবের অপর নাম) http://www.dainikazadi.org/shahitto_details.php?news_id=53. http://prothom-aloblog.com/posts/61/105639. 

কবি হাফিজ রশিদ খান সম্পাদিত ছোটকাগজ 'পুষ্পকরথ'_এ আমার কবিতা ছাপা হয়েছিলো। সম্ভবত ২০০৩ সালে। তারও অল্প কিছুদিন আগে সবুজ তাপস সম্পাদিত ভাজপত্র ঢেউয়ে আমার একটা লেখা ছাপা হয়েছিলো। কিন্তু প্রথম লেখা ছাপার যে আনন্দ, তা পেয়েছি পুষ্পকরথে। যা আমি বন্ধুদের দেখাতে পেরেছি, বন্ধুরা পুষ্পকরথকেই লিটল ম্যাগাজিনের সম্মান দিতো (প্রচলিত অর্থে)।
(আপন মাহমুদ/প্রথম প্রকাশিত লেখা)http://webcache.googleusercontent.com/search?q=cache:xSpCixoVe18J:ittefaq.com.bd/content/2011/02/12/news0906.htm+%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%9C+%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%B8&cd=15&hl=en&ct=clnk&source=www.google.com