যাহ বে এই বাক্য পরকালে হবে-এর ভালোলাগা কিছু পঙ্ক্তি
সাখাওয়াত টিপুর যাহ বে এই বাক্য পরকালে হবে কাব্যগ্রন্থটি (২০০৪) ফুটপাতের ঢালাস্টোর থেকে কিনলাম। এ-কাব্যেও বেশির ভাগ কবিতা আমার ভালো লেগেছে। কেনো ভালো লেগেছে তার ভ্যাখ্যায় না গিয়ে এর কয়েকটি কবিতা থেকে ভালোলাগা পঙক্তির উদ্ধার করি:
তোকে না আপ(না)কে
প্র(গ)তিপক্ষ কয়
পদ্যের আব্বায়
মহারাজ, কাজীর অফিস ঢাকা থাকে কি ঢাকায়
আমার একটা বাপ ইহকালে বিয়া করে নাই
(মোর আব্বা ইহকালে পদ্য লেখে নাই)
সাখাওয়াত টিপুর যাহ বে এই বাক্য পরকালে হবে কাব্যগ্রন্থটি (২০০৪) ফুটপাতের ঢালাস্টোর থেকে কিনলাম। এ-কাব্যেও বেশির ভাগ কবিতা আমার ভালো লেগেছে। কেনো ভালো লেগেছে তার ভ্যাখ্যায় না গিয়ে এর কয়েকটি কবিতা থেকে ভালোলাগা পঙক্তির উদ্ধার করি:
তোকে না আপ(না)কে
প্র(গ)তিপক্ষ কয়
পদ্যের আব্বায়
মহারাজ, কাজীর অফিস ঢাকা থাকে কি ঢাকায়
আমার একটা বাপ ইহকালে বিয়া করে নাই
(মোর আব্বা ইহকালে পদ্য লেখে নাই)
ডববিসিতে কয়:
এইটা কি ঠাটটা বয়ান
নাকি এলাহি প্রয়াণ?
লে রে লাপ্পা ধাপ্পা মেরে কৈ গেলে হে ইহসান!(এলা হি ভরসা/নমবর:২)
তিনজন সাক্ষী করি বালস্যবদনে কালকে গুরুর গুরুর বাপ
ইহজাগতিক পাপ নিয়া মঞ্চে উঠিলেন। পুনবাঁক বাঁকা করে
তিনি আঁকছেন বলাবিদ্যা চলাবিদ্যা কলাবিদ্যা ব্যাকুল চশমাবিদ্যা
ইত্যকার নিত্যকার কতদাঁড়ি কতকমা কতবিশ্ব বিশ্ব বিশ্ববিদ্যালয়(জাহাঙ্গীরনগর কোনো বিশ্ববিদ্যালয় নয়)
প্রেমের আজব খরা কোন খানে নাই। ‘কহে ভ্রাতা আহচান:
মুশকিল। ভা’য়া এমন এমন অ-ভাবের পদ্য হররোজ কাহারে শোনান!’(অকবিতা ওর্ফে অ-ভাবের পদ্য/ওর্ফে)
নব্বই দশক থেকে সক্রিয় স্বতন্ত্রভাষী-শক্তিমান কবি সাখাওয়াত টিপর, ফুটপাত থেকে এমন ভালোলাগা পঙক্তির, কাব্যগ্রন্থটি পাঁচ টাকার বিনিময়ে কিনতে পেরে লাভবান হয়েছি, মনে হচ্ছে। গ্রন্থটি প্রকাশ করেছে চট্টগ্রামের তর্ক প্রকাশন। মূল্য ৯৯ টাকা।
(সম্পাদক)